-->

ads

দেশে আরও ৩৭ জনের মৃত্যু, আক্রান্ত ২,৬৯৫

দেশে আরও  ৩৭ জনের মৃত্যু, আক্রান্ত ২,৬৯৫


আজ বুধবার, ৩ জুন, ২০২০ ইং

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন প্রেস-ব্রিফিংটি দুপুর ২ঃ৩০ এ অনুষ্ঠিত হয় ।
আজকের অনলাইন প্রেস-ব্রিফিং এ তথ্য উপস্থাপন করেন আইইডিসিআর এর অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা ।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত দেশে করোনা পরিস্থিতির বিগত ২৪ ঘন্টার সর্বশেষ আপডেট নিচে তুলে ধরা হলো -

বিগত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ        = ১৫,১০৩ টি
বিগত ২৪ ঘন্টায় নমুনা পরিক্ষা       = ১২,৫১০ টি
এ পর্যন্ত দেশে মোট নমুনা পরিক্ষা  = ৩,৪৫,৫৮৩ টি

দেশের ৬৪টি জেলার সর্বশেষ আপডেট

বিগত ২৪ ঘন্টার ফলাফলঃ-
--------------------------------  

* নতুন করোনা শনাক্ত  = ২,৬৯৫ জন
* নতুন মৃত্যু হয়েছে       = ৩৭ জন
*নতুন করে সুস্থ হয়েছে = ৪৭০ জন

বাংলাদেশে করোনা পরিস্থিতির সর্বমোট হিসাবঃ-
--------------------------------------------------------

* সর্বমোট করোনা শনাক্ত = ৫৫,১৪০ জন
* সর্বমোট মৃত্যু হয়েছে     = ৭৪৬ জন
* সর্বমোট সুস্থ্য হয়েছে     = ১১,৫৯০ জন

আইইডিসিআর এর অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা আজকের প্রেস ব্রিফিং এ বলেন করোনায় মৃত দেহ থেকে সংক্রমন ছড়ানোর কোন ঝুকি নাই এবং আলাদা ভাবে দাফনের প্রয়োজন নাই,মৃত দেহ পলি ব্যাগে মুড়িয়ে নিলেই হবে।নিজ নিজ ধর্ম অনুযায়ীই লাশ দাফন বা সৎকার করা যাবে ।

শেয়ার করে তথ্য গুলো সবাইকে দেখার সুযোগ করে দিবেন , ধন্যবাদ ।



Post a Comment

0 Comments