-->

ads

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু, আবারও করোনার হট জোন হয়ে উঠছে রাজধানী ঢাকা ।

বাংলাদেশের গত ২৪ ঘন্টার করোনা পরিস্থিতির সর্বশেষ আপডেটগত ২৪ ঘন্টার করোনা রিপোর্টঃ 
(২৯ জুন বুধবার সকাল ৮টা - ৩০ জুন বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত )

২৪ ঘন্টায় মোট নমুনা পরিক্ষা - ১৩ হাজার ৯০৫ জনের।
২৪ ঘন্টায় নতুন শনাক্ত - ২ হাজার ১৮৩ জন ।
২৪ ঘন্টায় মৃতের সংখ্যা -০৪ জন । 

গত ২৪ ঘন্টায় নতুন শনাক্তের সংখ্যা ২ হাজার ১৮৩ জন  এর মধ্যে ১ হাজার ৮৬৯ জন ঢাকা বিভাগের বাসিন্দা।বাকি বিভাগ গুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রামে ১৫৬, বরিশালে ৪৯, রাজশাহী বিভাগে ৪২, ময়মনসিংহ বিভাগে  ২৬, খুলনা বিভাগে  ২৩, বন্যা কবলিত সিলেট বিভাগে নতুন শনাক্তের সংখ্যা ১৩ জন ।এই সংখ্যা পর্যালোচনা করলে দেখা যাচ্ছে আবারও করোনা সংক্রমনের হট জোন হয়ে উঠছে রাজধানী ঢাকা।

বাংলাদেশের করোনা পরিস্থিতির সর্বমোট হিসাবঃ 

সর্বমোট সংক্রমন শনাক্ত - ১৯ লাখ ৭৩ হাজার ৭৮৫ জন ।
সর্বমোট আরোগ্য লাভ করেছে - ১৯ লাখ ৭ হাজার ৫০৯ জন।
সর্বমোট মৃত্যু হয়েছে - ২৯ হাজার ১৪৯ জনের।

Post a Comment

0 Comments