-->

ads

ঢাকার শ্যামলি শিশুমেলা মোবাইল টানা পার্টিদের হট জোন,ভিডিও

 


ঢাকার শ্যামলি শিশুমেলা মোবাইল টানা পার্টিদের হট জোনঃ

এ যেনো এক মোবাইল টানা পার্টিদের রাজ্য!! কি অবাক হলেন? অবাক হওয়ার কিছুই নাই কারন ঢাকার শ্যামলি শিশুমেলা এলাকায় মোবাইল,ব্যাগ সহ মূল্যবান জিনিস পত্র ছিনতাই এর ঘটনা যেনো নিত্য দিনের ঘটনা।ঠিক এমনই একটা ঘটনা ধরা পরে আমাদের রিপোর্টারের ক্যামেরায় তাও যখন আমাদের রিপোর্টার ওই এলাকার যানজট নিয়ে লাইভে ছিলেন,ভাবা যায়! 
পুরো ঘটনাটির ভিডিও এই পোস্টের ঠিক নিচে সংযুক্ত করা আছে, চাইলে সেই ঘটনাটি আপনিও দেখে নিতে পারেন।ঘটনাটি ঠিক এমন, ওই দিন শিশুমেলার ঠিক উল্টা পাশে যেখানে গাবতলীগামী বাসগুলো যাত্রী ওঠানামা করে। সেখানে প্রজাপতি বাসের জানালার ধারে বসে এক বাস যাত্রী মোবাইলে কথা বলছিলিও ঠিক তখন রাস্তার ডিভাইডারে ওত পেতে থাকা এক ছিনতাইকারী তার লক্ষ্য স্থির করে নেই এবং বাসের জানালার কাছে এসে সুযোগ বুঝে ওই বাস যাত্রীর হাত থেকে মোবাইল ধরে দেই টান। তবে ওই বাসযাত্রীর ভাগ্য সুপ্রশূন্য ছিলো বলতেই হই কারন,ছিনতাইকারী মোবাইল টান দিলেও মবাইলটি ছিনতাইকারীর হাত থেকে পরে যাই।পরে অন্য এক পথচারি জানালা দিয়ে মোবাইল তার মালিকের নিকট ফেরত দেই। 

Post a Comment

0 Comments