দীর্ঘ ১২ বছরের পর বাংলাদেশিদের জন্য সুখবর জানানো হলো ইতালির সরাষ্ট্র মন্ত্রণালয় থেকে । এ বছর দুটি ক্যাটাগরিতে মোট ৩০৮০০ জনকে ইতালিতে কাজের জন্য নেওয়া হবে যেখানে আবেদন করতে পারবে বাংলাদেশি নাগরিকরাও ।
১ম ক্যাটাগরি = এই ক্যাটাগরিতে সিজনাল কাজ যেমন - কৃষিকাজ,হোটেল-ট্যুরিজম সেক্টরে কাজের জন্য নেওয়া হবে ১৮০০০ জনকে । এই ভিসার মেয়াদ হবে ৬ মাস অর্থাত ভিসার মেয়াদ শেষে অবশ্যই আপনাকে দেশে ফিরে আসতে হবে ।
২য় ক্যাটাগরি = এই ক্যাটাগরিতে স্থায়ীভাবে বসবাস,নিজ ইনভেস্টমেন্ট এ ব্যবসা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নেওয়া হবে ১২৮০০ জনকে । এই ক্যাটাগরিতে মুলধন বিনিয়োগ করে ইতালিতে আজীবন বসবাসের সুযোগ পাওয়া যাবে ।
পূর্বেও সিজনাল কাজের জন্য বাংলাদেশিদের জন্য ইতালির শ্রমবাজার খোলা ছিলো । কিন্তু অধিকাংশ বাংলাদেশিই সিজনাল কাজের ভিসার মেয়দ ৬ মাস অতিক্রম হওয়ার পরেও আর দেশে ফিরে আসেনি । এর জন্য দীর্ঘ ১২ বছর বন্ধ ছিলো এই ভিসার কার্যক্রম।
অনলাইনে এই দুইটি ক্যাটাগরিতে আবেদন করা যাবে । অনলাইনে আবেদন প্রক্রিয়াটি ১৩ অক্টোবএর থেকে শুরু হয়ে চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত ।
0 Comments